আমি ভূত তুমি ভূত

মৌসুমী মুখার্জী (খড়গপুর, পশ্চিম মেদিনীপুর)

চিঠি এলো গেলাম না, মাঝরাতে এলো টেলিফোন,
ভুতপেত্নী মামদোয় ডাকছে আমায় বিলক্ষণ।
মেছোভুত আছে সেথায় হাতে নিয়ে শোল,ইলিশ,
খাঁবি.আয়, খাঁবি আয় বলেই নিজে আব্বুলিশ,
গেছো ভুত ,স্কন্ধকাটা হাত নেড়ে ওই ডাকে
শ্যাওড়া গাছে নিমগাছে জানি শাকচুন্নি থাকে।
ব্রহ্মদত্যি কম যায় না কমন্ডুলু নিয়ে হাতে,
বলে আয় ..না হলে জল দেব তোর মাথে।
কি করি কি যে করি নাকি সুরে ধরি গান,
চোরাচুন্নি ,একানড়ে ,মেছো পেত্নী তোলে তান।
কি জ্বালা , বলি, ও ভুতের দল, ছেড়ে আমায় দাও না,,
বলে ওরা ,শুনবো না তোর কোনোরকম বায়না।
বলি, কি চাই তোমাদের আদেশ হোক ফরমান?,
দেব, জিয়ানো মাগুর ল্যাঠা, বিরিয়ানী চার ঠ্যাং।
ব্রেমভ বলে, আমি তবে কি পাঁবো!
কেলো ভুত বলে ওঠে আমি কি তালগাছে দোল খাঁবো?
নিশি বলে ঘাড় মটকে দেব, তুই না এলে মেয়ে,
রাতভোর পিশাচ, পেঁচাপেঁচি নাচ নাচে তাড়ি খেয়ে।

শ্যামা মা বাঁচাও আমায়… দিয়েছি খুব জোরে ছুট…..

কাটলো ঘুম…দেখি,পড়ে আছি খাটের নিচে,
স্বপ্ন এক বিদঘুট।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )