
নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়
কৌশিক মুখার্জী: অন্ডাল:-
বুধবার সকালে নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের বাকলার ডাঙ্গাল পাড়া এলাকায়।
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত অন্ডাল থানার বাকোলার ডাঙ্গাল পাড়ার ঘটনা। জানা যায়, গতকাল থেকে নিখোঁজ ছিল সেই যুবক তারপর বুধবার সাত সকালে অন্ডালের বাকোলা এলারকার সুভাষ কলোনি সংলগ্ন জঙ্গলে মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। অন্ডাল থানার পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে অন্ডাল থানার পুলিশ। যুবকের নাম মিথিলেশ পাশওয়ান, বয়স২১ বছর। ঝুলন্ত অবস্থায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।