
আছড়া যঙ্গেশ্বর ইন্সটিটিউটের (২০০৪ সালে) ছাত্র – ছাত্রীরা পুনঃমিলন উৎসবে মিলিত হয়ে, ফিরে গেলেন অতীতের দিনগুলোতে
কাজল মিত্র: সালানপুর:- আজ সকলেই ব্যস্ত নিজেদের জগতে, অনেকেই আবার চাকরির সূত্রে রয়েছেন অন্যত্র। একজনের সঙ্গে অন্য জনের যোগাযোগ নেই এক দশক। ২০০৪ সালের ব্যাচের, ছাত্র ছাত্রীরা প্রায় দেড় দশক পর মিলিত হয়েছিল পুনঃমিলন উৎসবে।
আছড়ার যঙ্গেশ্বর ইন্সটিটিউটের, ২০০৪ সালের ব্যাচের ছাত্র ছাত্রীরা মিলিত হয়ে, ফিরে গেলেন নিজেদের সোনালী দিনগুলোতে। উৎসবের শত ব্যস্ততার মধ্যেও আছড়া যঙ্গেশ্বর ইন্সটিটিউটের ক্লাস ঘরে উপস্থিত হয়ে সকলেই হারিয়ে গেলেন অতীতের দিনগুলোতে।
এদিন, পুনঃমিলন উৎসবে, নিউ হোলি এঙ্গেলস পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় সুকুল, রাজীব গান্ধী স্বাক্ষরতা মিশনের ডাইরেক্টর চিন্ময় তেওয়ারী, শিক্ষিকা চৈতালী সেন, কীর্তন শিল্পী চন্ডী চরন মাজি, সঞ্জয় অধিকারী, বিশ্বজিৎ মাহাতা, নীলকমল দা, সোমা মন্ডল, সন্তু নাগ,
সিক্তা ঘোষ, ভারতী সেন, সুনীতা মাজি, সিগ্ধা, মলয় দাস, মামনি লায়েক, তনিমা, সন্দীপ মন্ডল, ভবতারণ নন্দী, সুনন্দা, পাথ গোস্বামী।

