দিন দুপুরে জিটি রোডের উপর টাকা ছিনতাই

দিন দুপুরে জিটি রোডের উপর টাকা ছিনতাই

সংবাদদাতা: আসানসোল:- শণিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার সাতাইশার কাছে বন্দুক দেখিয়ে টাকা ছিনতাই করে পালালো দুই ছিনতাইকারী।চালের পাইকারি ব্যাবসায়ী রাকেশ সিংহানিয়া জানান তার দোকানের কর্মী মুন্না সিং জানান তারা দুজনে মিলে কালেকশন করে বাইকে করে নিয়ামতপুর যাবার সময় সাতাইশার৷ কাছে দুটো যুবক মোটরসাইকেল করে এসে তাদের কপালে বন্দুক ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে চলে যায় দুস্কৃতিদের মধ্যে একজনের হেলমেট ছিল অন্যজন গামছা জড়িয়ে ছিল। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং নিয়ামাতপুরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চাল দোকানের মালিক জানান তার দোকানের কর্মী বার্ণপুর থেক এগারো লক্ষ ছয় হাজার টাকা কালেকশন করে ফিরে আসার সময় সকাল এগারোটা নাগাদ ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন তারা দুস্কৃতিদের খুঁজে উপযুক্ত শাস্তি দিতে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )