আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির ঘটনার মুল অভিযুক্ত গ্রেফতার

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির ঘটনার মুল অভিযুক্ত গ্রেফতার

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির ঘটনার মুল অভিযুক্ত তহসিন আহমেদকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। 

তৃনমুল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতার পুত্রের বিরুদ্ধে প্রায় ৩৫০ কোটি আর্থিক আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।রবিবার আসানসোল আদালতে তহসিনকে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ বলে জানা গেছে পুলিশ সুত্রে।

২৫০ গ্রামের মতন সোনা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ঝাড়খণ্ড এ যাওয়ার জন্য বাস ধরতে দাঁড়িয়ে ছিল। ১৯ নম্বর জাতীয় সড়কের চন্দ্রচূড় মন্দিরের মোড়ে। সেখান থেকে আসানসোল উত্তর থানার পুলিশ ধরে ফেলে।

প্রসঙ্গত, আসানসোলের রেলপার এলাকায় গত চার বছর ধরে চলতে থাকা একটি বড় চিটফান্ড কেলেঙ্কারির  মূল অভিযুক্ত তাহসিন আহমেদের বিরুদ্ধে ৩,০০০ জনেরও বেশি লোকের সাথে মোট ৩৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) সংখ্যালঘু শাখার প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )