
ইসিএলের চিনাকুড়ি কয়লা খনির মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, মৃত দুই পরিবারের পাশে তৃণমূল, বিজেপি ও সিপিএম
কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের ইসিএল এর সোদপুর এরিয়ার চিনাকুড়ি ১ও ২ নম্বর কয়লা খনির ১ নম্বর পিটে মঙ্গলবার খনীতে ডুলির যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিলো ঠিকা সংস্থার তত্ত্বাবধানে।সেই সময় খনির উপরে ডুলির উঠা নামার যন্ত্রাংশ ভেঙে দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় একজন অস্থায়ী ঠিকা শ্রমিক খনির ভেতরে পড়ে যায় অন্য আরেক জন ঠিকা শ্রমিক ডুলির মধ্যে পড়ে যায় যদিও ঐ ঠিকা শ্রমিক কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।পাশাপাশি খনিতে পড়ে যাওয়া আরেক ঠিকা শ্রমিককে উদ্ধার করে।তবে দুজন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়।দুই জন ঠিকা শ্রমিকের মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।তবে বুধবার সকালে ক্ষনিচত্বরে সমস্ত শ্রমিক নেতৃত্বরা ক্ষতিপূরণের দাবিতে সরব হন।এবং স্থানীয়রা এদিন ঠিকা সংস্থার গাড়ি আটকে বিক্ষোভ দেখায়।এদিন ক্ষতিপূরনের দাবিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাচ্যাটার্জী,কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার এছাড়া কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃর্ণমুল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী ও প্রাক্তন সাংসদ তথা বামনেতা বংশগোপাল চৌধুরী এবং শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।তবে এই বিষয়ে কতৃপক্ষর কোনো প্রতীকীয়া মেলেনি।মৃত দুই ঠিকা শ্রমিকের নাম আকাশ বাউরি,অনিল যাদব বলে জানা যায়।