বিজেপি প্রার্থী ও জিতেন্দ্র তেওয়াড়ি একসাথে পূজো দিলেন গোধূলি কালীমন্দিরে

বিজেপি প্রার্থী ও জিতেন্দ্র তেওয়াড়ি একসাথে পূজো দিলেন গোধূলি কালীমন্দিরে

কৌশিক মুখার্জী: আসানসোল:- গ্রীস্মের দাবদাহ উপেক্ষা করে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচী। তবে প্রকৃতির উত্তাপকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারের উত্তাপই ছড়িয়ে দিচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে। রবিবার বাংলা নববর্ষের দিনে আসানসোল গোধূলি কালীমন্দিরে পুজো দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া। প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়াড়ি সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীসমর্থকেরা।

এদিন প্রার্থী  সবাইকে নববর্ষের শুভেচ্ছা বার্তা দেন।আসানসোল বাসীদের মঙ্গলকামনায় পুজো দেন।এদিন বিজেপি প্রার্থী বলেন মানুষ চাইছে বিজেপিকে। আসানসোলের মানুষ চাইছে বিজেপি জয়যুক্ত হোক। চার জুন সকলেই তার উত্তর পেয়ে যাবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )