
অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের
রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-
বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নওদার দমদমা এলাকায় অধীর রঞ্জন চৌধুরী আজ তার নির্বাচনী প্রচারে যাবার সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকে, এবং কার্য তো বিক্ষোভ দেখাতে শুরু করে তারা, ঘটনায় ব্যাপক উত্তেজনসরায় গোটা এলাকায়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সামাল দিতে কার্যত হিমশিম খেতে দেখা গেল অধীর চৌধুরীর নিরাপত্তা বাহিনী এবং পুলিশ প্রশাসনকে। অধীর রঞ্জন চৌধুরীকে এই নিয়ে ৭ দিনে মোট তিন তিনবার বিক্ষোভের সম্মুখীন হতে হল বলে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে তাকে গো ব্যাক স্লোগান দেয়া হয় এবং বিক্ষ প্রদর্শন করা হয় পরবর্তীতে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় আহতদের হাসপাতালে অধীর চৌধুরী দেখা করতে গেলে বিজেপির জেলা সভাপতি শাখারক সরকারের নেতৃত্বে তাকে গো ব্যাক স্লোগান দেয়া হয় এবং এরপর আজ নওদার দমদম এলাকায় অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী প্রচারে যাওয়ার সময় তাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা গো ব্যাক শ্লোগান দিতে থাকেন এবং কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনাই নিন্দার ঝড় জেলার কংগ্রেস মহলে।