
অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারের মাঝে সিপিআইএম কর্মী তৃণমূলে যোগদান
বাইজিদ মণ্ডল : ডায়মন্ড হারবার- ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃনমূলের দলীয় প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা গ্রামে ১৭৯ নম্বর বুথে সদস্য এনায়েত হোসেন মোল্লা ও তৃণমূল নেতৃত্ব আলমগীর মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব দের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করলেন। নির্বাচন এর আগে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল প্রচারে জোরকদমে ব্যস্ত। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে প্রচারে খামতি রাখতে চান নি। দিনভর প্রচার চালিয়ে গেলেন তারা। দলীয় প্রচারের মাঝে মানুষের সাথে কথা বলেন প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে। সেই সঙ্গে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তারা। এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আলমগীর মোল্লা বলেন, প্রতিদিন আমাদের প্রচার চলছে। মানুষ জনের সাড়া বিপুল উৎসাহ পাচ্ছি।বিরোধীদের সাথে লড়াই করতে প্রস্তুত আছেন মানুষজন।গতবারের লোকসভা নির্বাচনে র তুলনায় এবার রেকর্ড ভোটে জয়ী হবেন আমাদের দলীয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ে। এদিন সিপিআইএম এর দীর্ঘদিনের কর্মী নুর আলম হালদার তার পরিবার সহ শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করে তিনি বলেন অভিষেক বন্দোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক ভাবে উন্নয়ন করে যাচ্ছে। উন্নয়নের শরিক হতে আমরা তৃণমূলে যোগদান করলাম।