
পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদযাপিত হল কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান
অঙ্কিতা চ্যাটার্জী: আসানসোল:- পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে এডিডিএ কনফারেন্স হলে রাজ্য সংগীত “বাংলার মাটি বাংলার জল” সংগীতের মাধ্যমে যথাযথ মর্যাদায় উদযাপিত হল কবি কাজি নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক এস পোন্নামবলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোল (সদর) মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুল রহমান সহ আরও অনেকেই।
জেলাশাসক বলেন, প্রাণের কবি বিদ্রোহী কবি সকলের কবি কাজী নজরুল ইসলাম সব সময় আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন সময় থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে গেছেন। তার জন্মদিন আমাদের প্রত্যেকের জন্য এক বিশেষ দিন।
CATEGORIES আসানসোল