
মালদা জেলা জগত বিখ্যাত আমের জন্য হলেও বিঘার পর বিঘা আমের গাছ কেটে সাফ করে দেওয়ার অভিযোগ
তন্ময় মাহারা: মালদা:- মালদা জেলা জগত বিখ্যাত আমের জন্য। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিঘার পর বিঘা, একের পর একর যারা আমের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, গাছে দেরিতে মুকুল আসছে পাশাপাশি গাছ কেটে ফেলার ফলে আমের ফলন কমে আসছে। এই নিয়ে এবারে আন্দোলনে নামছে মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে আম গাছ কাটা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং আম গাছ কাটলে নিকটবর্তী প্রশাসন এবং গ্রামবাসীদের রুখে দাঁড়াতে বলা হচ্ছে। এই নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল আনুমানিক নটা নাগাদ শহরের এন এস রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদায় লাগামছাড়া আম গাছ কাটা হচ্ছে। এর ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে ফলন কমে আসছে মুকুল দেরিতে আসছে। তার পাশাপাশি অপরিপক্ক অবস্থাতেই আম পারা হচ্ছে। আমরা ইতিমধ্যে এই নিয়ে সচেতন শুরু করেছি। তৃণমূল নেতা উজ্জ্বল চৌধুরী জানান যারা গাছ কাটছেন, তারা কোন দলের হয় না। তারা এক প্রকারের জমি মাফিয়া। এই সমস্ত জমি মাফিয়ার শাস্তি হওয়া উচিত।