মুর্শিদাবাদের ডোমকলের ওম্বরপুরে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য

মুর্শিদাবাদের ডোমকলের ওম্বরপুরে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- আবার বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মুর্শিদাবাদের  ডোমকলের ওম্বরপুরে পশ্চিমপাড়া এলাকায় ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা 

উদ্ধার, বোমা উদ্ধারে অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওম্বরপুর পশ্চিমপাড়া এলাকার আম কাঁঠাল বাগানের পাশের একটি চাষের জমি থেকে তাজা সকেট করে ডোমকল থানার পুলিশ। এই ঘটনায় বাম কংগ্রেস জোট তৃণমূলের দিকে এবং তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেসের দিকে বোমা রাখার অভিযোগ তুলেন। এলাকার মানুষের দাবী, ভোটের পর থেকেই উত্তেজিত রয়েছে এলাকা, যদিও কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে ডোমকল থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ পিকেটিং করে বসিয়ে রাখা 

যখন তখন অঘটন ঘটে যেতে পারে, তবে পুলিশের তৎপরতাই এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে এলাকার  পাশাপাশি ডোমকল মহকুমার পৃথক ২ জায়গায় বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )