বিজেপি কর্মী সমর্থদের বাড়িতে চড়াও হয়ে মারধোর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে

বিজেপি কর্মী সমর্থদের বাড়িতে চড়াও হয়ে মারধোর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক,ক্যানিং:- বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো শাসক দলের দুষ্কৃতিদের বিরুদ্ধে।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় পঞ্চায়েতের কাঠপোল এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অসীম কুমার দাস ও অনিতা সিনহা। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সভাপতি মামনি দাস।অভিযোগ তাঁর ও তার পরিবারের উপর হামলা হতে পারে ভেবেই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা থেকে ক্যানিং পশ্চিম এলাকার কাঠপোল এলাকায় আশ্রয় নিয়েছিলেন। অভিযোগ মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশিত হতেই রাতের অন্ধকার বাড়িতে চড়াও হয়ে তার মা ও স্বামীর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা।ঘটনায় গুরুতর জখম হয় দুজন।ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ জখমদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা।
ঘটনা প্রসঙ্গে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সভাপতি মামনি দাস জানিয়েছেন, ‘আমার উপর হামলা হতে পারে আশাঙ্কা করে আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলাম। তা স্বত্তেও হামলা হল। পুলিশ গিয়ে উদ্ধার না করলে বিপদ হতো।’
তিনি আরো বলেন, ‘আমরা বিজেপি করি বলে এমন অত্যাচার।গণতন্ত্র বলে কিছুই নেই।একটাই দল থাক,সবাই সেই দল করুক।’

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )