মাইথনের অমর ঝর্ণায় পুলিশের অভিযান

মাইথনের অমর ঝর্ণায় পুলিশের অভিযান

কৌশিক মুখার্জী: সালানপুর:-

প্রতিদিনই সালানপুর ব্লক সহ বিভিন্ন অঞ্চল থেকে যুবকদের ভিড় ক্রমাগত বেড়ে চলেছে মাইথনের অমর ঝর্ণায়।ঝর্ণায় ঠান্ডা জলে স্নান করতে ভিড় জমছে যুবকদের।তবে এই ঝর্ণায় প্রচুর মানুষের প্রাণ গিয়েছে।প্রতি বছর কিছু না হলে কিছু দুর্ঘটনা ঘটে থাকে।তাই ডিভিসি কর্তৃপক্ষ এবং কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে।তারপরেও কিছু যুবক মিলে সাইডে থেকে রাস্তা তৈরি করে মরণ ফাঁদের অমর ঝর্নায়।তাছাড়াও যুবক দের সাবধান করতে পুলিশের তরফে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।কিন্তু তাতেও সাবধান হচ্ছে না কেউ।আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে পুলিশ গিয়ে স্নান করতে করতে কিছু যুবকে তাড়িয়ে দেয়।এবং ঝর্নায় সামনে বসে দুই যুবককে মদ খাওয়ার জন্য আটক করে।তবে পুলিশের তরফে বারবার আবেদন করা হচ্ছে ওই জায়গায় না যাওয়ার জন্য কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ এখনো চুপ রয়েছে।তাদের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।তবে কী ডিভিসি কর্তৃপক্ষ কারও প্রাণ যাবার জন্য অপেক্ষা করছে।সাধারণ মানুষের বক্তব্য যদি একটা নিষেধাজ্ঞা সাইন বোর্ড লাগানো হয় তবে হয়তো ভয়ে কেউ না যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )