পাণীয় জলের দাবিতে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল, জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিলেন

পাণীয় জলের দাবিতে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল, জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিলেন

সংবাদদাতা: আসানসোল:- শুক্রবার সকালে বামফ্রন্টের পক্ষ থেকে পাণীয় জলের দাবিতে বিক্ষোভ মিছিল এইচ  এল জি মোড় থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত গিয়ে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিলেন। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী, পার্থ মুখার্জি, মনোজ দত্ত, জাহানারা খান সহ বিভিন্ন নেতৃত্ব ও দলীয় কর্মীরা। পার্থ মুখার্জি জানান দামোদর নদীর উপর কালাঝরিয়াতে পি এইচ ইর জলের পাইপ লাইন ভেঙে যাওয়ার পর জামুড়ীয়া, রাণীগঞ্জ এলাকায় প্রচন্ড জল কষ্ট হচ্ছে অবিলম্বে পাণীয় জলের সমস্যার সমাধান করতে হবে। তিনি জানান ঘটনার কিছুদিন আগে তিনি পুলিশ কমিশনারকে দামোদর নদীর উপর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কথা, কয়লা উত্তোলনের কথা জানিয়েছিলেন কিন্তু তারপর প্রশাসন থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। গৌরাঙ্গ চ্যাটার্জী জানান কয়লা মাফিয়ারা কয়লা খাদান করার সময় সার্ভেয়ার এনে জানে কয়লা খাদান তার বাড়ীর দিকে না যায় তাহলে তার বাড়ী ধসে যাবে সেরকম প্রসাসন জানে যে কোন সেতুর থেকে ৩০০ মিটার দূরে জমিতে গর্ত করা যাবে অথচ বাম আমলে তৈরী করা দামোদর নদীর উপর পি এইচ ইর জলের পাইপ লাইন যানার সেতু এতদিন পরে শুধু বালু তোলার কারণে সেতুটা ভেঙে গেলো। অবিলম্বে শিল্পাঞ্চলের পাণীয় জলের সমস্যার সমাধান করতে হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )