মালদায় লোকসভা ভোটের প্রস্তুতি শুরু

মালদায় লোকসভা ভোটের প্রস্তুতি শুরু

তন্ময় মাহারা: মালদা:- লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল মালদহে। বিধানসভা ভিত্তিক মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ পর্ব হল মালদহ টাউন হলে। প্রত্যেক বিধানসভা থেকে ১৫ জনকে ভোটের কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হল জেলা প্রশাসনের উদ্যোগে। আগামীতে বিভিন্ন বিধানসভাতে ভোট কর্মীদেরকে প্রশিক্ষণ দেবেন এদিন প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেনাররা। মালদহের জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ব্লক পর্যায়ের আধিকারিকরা এদিন মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রায় দুশো মাষ্টার ট্রেইনার এদিন প্রশিক্ষণ নিয়েছেন। ভোট প্রক্রিয়া সুষ্ঠু করতে এখন থেকেই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )