
অবশেষে নাসিক থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করলো পুলিশ
সংবাদদাতা: সালানপুর:- রুপনারায়নপুর ডিএভি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী পরীক্ষায় ফল খারাপ হবার জন্য ঘর থেকে পালিয়ে গিয়ে চার যুবকের ক্ষপ্পরে পড়ে অপহরণের নাটক করে বাড়ীতে মুক্তিপনের দাবি করে বলে জানায় কিশোরীর ভাই সাহনওয়াজ। তিনি জানান বোনের পরীক্ষার ফল খারাপ হবার জন্য ঘর থেকে পালিয়ে যায় বিহারে দাদির বাড়ীতে যাবার জন্য ট্রেনে চাপে কিন্তু ট্রেনে তিন যুবকের সাথে আলাপ হলে তাদের সাথে মহারাষ্ট্রের নাসিক চলে যায় তার বোনের কাছে পয়সা না থাকার কারণে সে বাড়ীতে ফোন করে অপহরণের গল্প করে বাড়ীতে ৩ লক্ষ টাকার দাবি করে। সালানপুর থানার আধিকারিক পুলিশ বাহিনী গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। সোমবার সকালে আসানসোল আদালতে পেশ করার পর পুলিশ পরিবারের হাতে তুলে দেয়।
CATEGORIES আসানসোল