
রাস্তা,পানীয়জল ও ড্রেনের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
কৌশিক মুখার্জী: আসানসোল:- বেহাল রাস্তা,পানীয়জল ও ড্রেনের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনা আসানসোলের পৌরনিগমের ৫৭নম্বর ওয়ার্ড এর বড়তোড়িয়া এলাকার। এলাকার মানুষদের অভিযোগ বিগত বহুদিন থেকে এলাকার পানীয় জলের সমস্যা, রয়েছে ড্রেনের সমস্যা রাস্তার বেহাল দশা। অসুবিধার বিষয় স্থানীয় কাউন্সিলার কে জানিয়েও কোনো লাভ হয়নি।ফলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে বিষয়টি দেখার আশ্বাস দিলেও স্থানীয় বাসিন্দারা অনড় তাদের দাবিতে।
CATEGORIES আসানসোল