আরজিকর ঘটনার প্রতিবাদে পথে নামলেন আসানসোলের চিকিৎসক সংগঠন

আরজিকর ঘটনার প্রতিবাদে পথে নামলেন আসানসোলের চিকিৎসক সংগঠন

কৌশিক মুখার্জী: আসানসোল:- আরজিকর মেডিক্যাল কলেজের নৃশংস ভাবে চিকিৎসক হত্যা কান্ডের রেশ সারা রাজ্যের সাথে ছড়িয়ে পড়লো আসানসোলে। কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে কর্ত‍ব‍্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে যে ভাবে শারীরিক নির্যাতনের পর ধর্ষন ও খুনের ঘটনা ঘটেছে তাতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে আসানসোল হাসপাতালের চিকিৎসক মহলে।গত ৯ই আগস্ট এক দ্বিতীয় বর্ষের ট্রেনি চিকিৎসককে চারতলার সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক তরুণীকে ধর্ষন করে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর থেকে উত্তাল হয়ে উঠে সারা রাজ্যের চিকিৎসক সংঘটনগুলো। আসল দোষীকে শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দেওয়া হয়।বাদ যায়নি আসানসোল। সারা রাজ্যের সাথে মঙ্গলবার আসানসোলের রবীন্দ্র ভবন থেকে চিকিৎসক সংঘটন ইন্ডিয়ান ম্যাডিক্যাল এসোসিয়েশনের আসানসোল শাখা হাতে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলের আয়োজন করেন। বিশিষ্ট চিকিৎসক তথা আই এম এর চিফ প্যাট্রোন ডাঃ প্রভাশ মাজি জানান কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকে যেভাবে নৃশংসভাবে ধর্ষন ও হত্যা করা হয় তাতে চিকিৎসকমহল আতঙ্কিত হয়ে গেছে। দোষীকে গ্রেপ্তার এবং মামলা সিবিআইয়ের কাছে চলে যাওয়াতে খুশী হলেও তাদের দাবি বিভিন্ন হাসপাতালে রাত্রে ডিউটিতে মহিলা চিকিৎসক ও সিষ্টারদের নিরাপত্তা বাড়াতে হবে। মঙ্গলবার আসানসোলের চিকিৎসক সংঘটনের ডাকা মৌণ মিছিলে বিভিন্ন সংঘটন, লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )