” উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানে শিল্পাঞ্চলের রাজপথে রাত দখল মহিলাদের

” উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানে শিল্পাঞ্চলের রাজপথে রাত দখল মহিলাদের

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্ত‍ব‍্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে শারীরিক নির্যাতনের পর ধর্ষন ও খুনের ঘটনার ক্ষোভ সারা সারা দেশ জুড়ে। 

আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসক কে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ১৪ আগস্ট মধ্যরাতে সারা দেশ জুড়ে রাত দখলের  ডাক সাধারণ মেয়েরা। পুরো ভারতবর্ষের মানুষ আজ গর্জে উঠেছে ন্যায় বিচারের দাবিতে। পশ্চিম বঙ্গের গ্রাম থেকে গ্রামে,শহর থেকে শহরতলির রাজপথে,প্রতিবাদে গর্জে উঠেছে মহিলারা। বাদ যায়নি পুরুষেরাও। বুধবার রাত ১১ টার সময় থেকে আসানসোল শিল্পাঞ্চলের রাজপথে দেখা গেলো জনসমুদ্র। এদিন ভগৎ সিং মোড়ে মহিলা থেকে পুরুষ,ছোটো ছোটো শিশু ভিড় ছিল চোখে পড়ার মতো।” উই ওয়ান্ট জাস্টিস” ধ্বনিতে, শঙ্খ ধ্বনিতে শহর জুড়ে প্রতিবাদ, মিছিল, সভা, মধ্যরাতে কার্যত রাজপথে রাত দখল মহিলাদের।দলমত নির্বিশেষে, রাজনৈতিক দলীয় পতাকা ছাড়াই বহু মানুষের জমায়েত আসানসোল, সালানপুর, কুলটি, রানিগঞ্জ, সহ শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে মহিলা পুরুষদের ভিড় ছিলো চোখে পড়ার মত। ন্যায্য বিচারের দাবিতে ও দোষীদের কঠোর তম শাস্তির দাবিতে আজকের এই জমায়ত বলে জানা গেছে।

প্রসঙ্গত, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ই আগস্ট এক  দ্বিতীয় বর্ষের ট্রেনি চিকিৎসককে চারতলার সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে ধর্ষন করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রমাণ সাপেক্ষে একজনকে পুলিশ গ্রেফতার করে।এই ঘটনায় অভিযুক্তর ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন সারা রাজ্যের স্বাস্থ্য কর্মী সহ চিকিৎসক, আইনজীবী সহ সাধারণ মানুষ। পাশাপাশি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত ও আরজিকর কান্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়েও ১৪ আগস্ট রাজপথে রাত দখল বলেও জানা গেছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )