
সিএসআর-এর অধীনে ডিভিসির ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা: অন্ডাল:-দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৩ জুলাই ২০২৫ তারিখে ডিভিসি-ডিএসটিপিএস, অন্ডাল সিএসআর কার্যক্রমের অধীনে এক রক্তদান শিবির-এর আয়োজন করে। শিবিরটি অনুষ্ঠিত হয় ডিএসটিপিএস-এর মেডিকেল ইউনিট ও উপ-মণ্ডল হাসপাতাল ব্লাড ব্যাংক, দুর্গাপুরের সহযোগিতায় দিব্যজ্যোতি ভবনের প্রশিক্ষণ কেন্দ্র-এ।
শিবিরের উদ্বোধন করেন ডিএসটিপিএস-এর প্রকল্প প্রধান ও মুখ্য মহাব্যবস্থাপক রামপ্রবেশ সাহ, যিনি প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মহাব্যবস্থাপক (ও অ্যান্ড এম) সুধীর ব্যাস, মহাব্যবস্থাপক এ. এস. পান্ডা, উপ-মহাব্যবস্থাপক শ্রীকান্ত গেডেলা, CISF উপ-কমান্ড্যান্ট সোহেল রাফত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ডা. কারবি কুন্ডু, ডিএসটিপিএস মেডিকেল ইউনিটের ডা. কিশন মণ্ডল, ডা. অরূপ দাস, ও ডা. মানসী ভট্টাচার্য।
প্রধান অতিথি রামপ্রবেশ সাহ বলেন,”রক্তদান সবচেয়ে বড় দান। একটি ইউনিট রক্ত বহু প্রাণ রক্ষা করতে পারে। ডিএসটিপিএস প্রতিবছর নিয়মিতভাবে দুইবার রক্তদান শিবিরের আয়োজন করে যাতে জরুরী সময়ে রক্তের ঘাটতি না হয় এবং সময়মতো কারও জীবন রক্ষা করা যায়।”
তিনি আরও বলেন, অনেক সময় রোগীদের হঠাৎ রক্তের প্রয়োজন হয় এবং এমন জরুরি পরিস্থিতিতে রক্তদাতারাই প্রকৃত নায়ক হয়ে ওঠেন। তিনি সকল কর্মকর্তা, কর্মচারী, গ্রামবাসী, নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবীদের এগিয়ে এসে রক্তদানে অংশগ্রহণের আহ্বান জানান।

এই শিবিরে মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন, যাদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ৫ জন মহিলা ছিলেন। রক্তদাতাদের মধ্যে ছিলেন ডিএসটিপিএস-এর কর্মকর্তা – সিনিয়র ম্যানেজার বিবেক কুমার সিনহা, পঙ্কজ লোচন, কাশিফ রিজভী, প্রদীপ কুমার, বিপিন হরিত, রাজেশ প্যাটেল, অভিজিৎ কর্মকার, পাশাপাশি চুক্তিভিত্তিক শ্রমিক, গ্রামবাসী ও CISF-এর জওয়ানরা।
রক্তদাতাদের ডিভিসির লোগোযুক্ত টি-শার্ট, ব্যাচ করিয়ে অভিনন্দন জানানো হয়।
শিবিরটি সফল করতে ডিএসটিপিএস মেডিকেল ইউনিটের কর্মী – সব্যসাচী মহাতা, প্রদীপ দত্ত, অচিন্ত্য দাস, সজল দে, অভিজিৎ সেন, জয়প্রকাশ সিংহ, দেবাশীষ দাস, শুভাশীষ গুপ্ত-এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।সিএসআর বিভাগের ম্যানেজার শামিম আহমেদ চিকিৎসাকর্মী, ব্লাড ব্যাংক টিম ও সকল স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রক্তদান মানবতার সেবার সর্বোচ্চ রূপ। সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত।”তিনি আরও জানান, সিএসআর-এর অধীনে স্বাস্থ্যসেবা, সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে ডিএসটিপিএস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এই কর্মসূচি উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) শ্রীকান্ত গেডেলা এবং শামিম আহমেদ-এর দক্ষ সমন্বয়ের মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী সকলে ডিভিসির মানবিক দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করেন।