দুর্গাপূজা কমিটিদের মিললো ৮৫ হাজার টাকার চেক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দূর্গা পূজা কমিটিদের নিয়ে বৈঠক

দুর্গাপূজা কমিটিদের মিললো ৮৫ হাজার টাকার চেক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দূর্গা পূজা কমিটিদের নিয়ে বৈঠক

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আসন্ন দুর্গাপুজো উপলক্ষ‍্যে, শনিবার আসানসোলের রবীন্দ্রভবনে এডিপিসির পক্ষ থেকে জেলার বিভিন্ন পুজোকমিটি ও উদ‍্যোক্তাদের নিয়ে বিভিন্ন প্রশাসনিক দফতরের সাথে সমন্বয় সাধনের জন‍্যে এক বৈঠকের আয়োজন করা হয়।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে পুজো কমিটির গুলোকে পুজো নিয়মাবলী সমন্ধে জানানো হয়।যেখানে পুজো কমিটিগুলিকে বেশি সংখ‍্যক সেচ্ছাসেবী রাখার বিষয়ে নির্দেশ দেওয়া হয়। একই সাথে মণ্ডপ এলাকাগুলিতে সিসিটিভির ব‍্যবস্থা সহ অগ্নি নির্বাপক ব‍্যবস্থা আবশ‍্যকিয় করা হয়। ডেঙ্গু নিয়ে সচেতন করার জন্য বলা হয়।

পাশাপাশি পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, জেলায় উৎসব মুখর দিনগুলিতে মানুষ পথে নেমে যাতে কোনো বিপত্তিতে না পড়ে সেই দিকে লক্ষ‍্য রাখতে হবে। সাধারণ মানুষ যেনো সুস্থ ভাবে ঠাকুর দেখতে পারে সেই দিকে নজর রাখতে হবে। জানা গেছে জেলায় পূজো কমিটির সংখ্যা ১১৭০। তার মধ্যে এদিন রাজ্য সরকারের অনুদানের ৮৫ হাজার টাকার চেক ৯ টি পুজো কমিটিদের হাতে তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী,জেলাশাসক এস পোন্নামবলম, আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, ডেপটি মেয়র ওয়াসিমুল হক, পৌর নিগমের এমএমআইসি গুরুদাস চ্যাটার্জী, জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক মোহম্মদ ইউনিস, দমকল বিভাগের আধিকারিক, পুলিশ আধিকারিক সহ আরও অনেকেই।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )