কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন

কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন

কৌশিক মুখার্জী: কুলটি:- বৃহস্পতিবার পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ‍্যে কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে কুলটি অঞ্চলের বিভিন্ন  স্কুলের পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা সচেতনতা মূলক একটি র‍্যালি বের করা হয়।  এদিন এই র‍্যালি কুলটি ট্রাফিক গার্ড কার্যালয় থেকে শুরু করে কুলতোড়া গ্রিণ পয়েন্ট স্কুল মোড়ের সামনে পৌঁছায়।পথে বাইক আরোহী ও চারচাকা চালকদের হেলমেট পরা বাধ‍্যতামূলক ও গাড়িতে সিট বেল্টের প্রয়োজনীয়তা সহ পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা দেওয়া হয়। একই সাথে সাধারণ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগানো হয় বিভিন্ন গাড়িতে।বলতে গেলে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো বিষয় তুলে ধরা হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )