
কুলটি থানার উদ্যোগে কুলটি ক্লাবে মিলন উৎসবের মাধ্যমে পুরস্কৃত করা হয়
কৌশিক মুখার্জী: কুলটি:- কুলটি থানা এলাকার দুর্গাপূজা কমিটি ,কালীপূজা কমিটি, মহরম কমিটি, আখাড়া কমিটি দের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে কুলটি থানার উদ্যোগে কুলটি ক্লাবে মিলন উৎসবের মাধ্যমে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি এসিপি জাভেদ হুসেন কুলটি থানার অফিসার কৃষ্ণেন্দু দত্ত, তৃণমূল যুব সভাপতি বিমান দত্ত সহ কুলটি এলাকার পুজো, মহরম, আখারা কমিটিগুলো।
CATEGORIES আসানসোল