
তৃণমূলের বিজয়া সম্মেলনী হলো আউসগ্রামে
সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে ২০ শে অক্টোবর আউসগ্রাম -২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গেঁড়াই উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মাল ও দেবাংশু ভট্টাচার্য্য আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পঞ্চাশ সহস্রাধিক ভোটে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য দলের নেতা-কর্মীদের কাছে আহ্বান জানান। স্বাগত ভাষণ দিতে গিয়ে আউসগ্রাম -২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ লালন মানবধর্ম পালনের পাশাপাশি এই কেন্দ্রে প্রত্যেক তৃণমূল কর্মীকে এখন থেকেই ঘরে ঘরে প্রচারের জন্য জোর দেন। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার।

এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন অসিত মাল, শ্যামাপ্রসন্ন লোহার, রাসবিহারী হালদার, গার্গী নাহা, দেবু টুডু,স্বরাজ ঘোষ, বাগবুল ইসলাম, মমতা বারুই, শান্তা প্রসাদ রায়চৌধুরী, প্রতিটি অঞ্চলের সভাপতি, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য ও সদস্যারা, হিন্দু, মুসলিম ও সাঁওতালি সমাজের প্রতিনিধি সহ যুব তৃণমূল নেতা সেখ সঞ্জু, দেবাংশু ভট্টাচার্য্য ও স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার সহ অসংখ্য দলীয় কর্মী। ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুজিত চট্ট্যোপাধ্যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে আগত অতিথিদের বরণ করা হয়।

অনুষ্ঠানে দলের পুরনো দিনের কর্মী, প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি যথাক্রমে হিন্দু, মুসলিম ও সাঁওতালি সমাজের পুরোহিত, ইমাম ও মোয়াজ্জেম এবং মোড়লদের প্রতি সম্মাননা প্রদান করা হয়। বাস্তবে এটি হয়ে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এইদিন বিজেপি ও সিপিএম ছেড়ে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব।
