
আরজি কর কাণ্ড – আউসগ্রামে তৃণমূল মহিলা কংগ্রেসের অবস্থান বিক্ষোভ
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: গত ৯ ই আগস্ট রাজ্যের অন্যতম 'এলিট' হাসপাতাল আরজি করে ঘটে গ্যাছে এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষিতা ও খুন হয়েছেন কর্মরতা তরুণী পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা। প্রথমে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ এবং ২৪ ঘণ্টার মধ্যে একজন সন্দেহভাজন আভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্ত শুরু করে। দেখতে দেখতে পক্ষকাল পার হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। কিন্তু বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো শুরু করেছে নোংরা রাজনীতি। তৃণমূলের অভিযোগ তারা পরিকল্পিতভাবে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তাদের একটাই লক্ষ্য ঘুরপথে এইরাজ্যে ক্ষমতা দখল করা। আরজি করের ঘটনায় বিরোধীদের কৌশল সামাল দিতে ও সিবিআইয়ের উপর চাপ বাড়াতে দলনেত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশে সমগ্র রাজ্যজুড়ে তৃণমূলের পক্ষ থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। এবার অবস্থান বিক্ষোভে সামিল হলো আউসগ্রাম - ২ নং ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। অমরাগড় ব্লক অফিসের সামনে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। আউসগ্রাম-২ নং ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মহিলার উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ থেকে আরজি করের নৃশংস ঘটনার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি, ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি তোলা হয়। পাশাপাশি বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাবেশ থেকে 'উই ওয়াণ্ট জাস্টিস'-এর পাশাপাশি মুহুর্মুহু 'সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর' ধ্বনি ওঠে। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় দু'ঘণ্টা ব্যাপী এই অবস্থান বিক্ষোভ চলে। যদিও বৃষ্টিজনিত কারণে সাময়িক বিঘ্ন ঘটলেও কেউ সমাবেশ স্থল ছেড়ে চলে যাননি। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আউসগ্রাম-২ নং ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী অর্চনা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, ৭ টি অঞ্চলের প্রধান ও উপ-প্রধান, অঞ্চল সভাপতিরা এবং ব্লক সভাপতি শেখ আবদুল লালন। মূলত তার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশটি হয়। আরজি করের ঘটনার তীব্র নিন্দা করে অর্চনা দেবী বলেন, সিবিআই অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের ব্যবস্থা করুক। পাশাপাশি তিনি এইরাজ্যকে অশান্ত করে তোলার বিজেপির চক্রান্তকে ব্যর্থ করে দেওয়ার জন্য শান্তিপ্রিয় সাধারণ মানুষের কাছে আহ্বান জানান। অন্যদিকে ব্লক সভাপতি বলেন, আরজি করের ঘটনার নিন্দা করার যেমন ভাষা নাই তেমনি রাজ্যকে অশান্ত করে তোলার জন্য বিজেপির ঘৃণ্য চক্রান্তের নিন্দা করারও কোনো ভাষা নাই। আমরা এই ঘটনার দ্রুত বিচার চাই।