আসানসোলে কালীপূজা উদ্বোধনে শুভেন্দু অধিকারী

আসানসোলে কালীপূজা উদ্বোধনে শুভেন্দু অধিকারী

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের মিঠানী বাটোড়িয়া মোড়-এ আমরা সবাই সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী কালী পুজো ও দীপাবলি উৎসবের শুভ সূচনা করলেন পশ্চিম বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তার সাথে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী, জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ আরও বিজেপির নেতা কর্মীরা।


এর পরে তিনি বারাবনির নুনি মোড় ত্রিনয়নী কালীপূজার উদ্বোধন করেন।
কালীপূজা উদ্বোধনী অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি ও পশ্চিমবঙ্গে ৭০ বছরের উর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প চালু না করা নিয়ে আক্ষেপ করেছেন। একজন প্রধানমন্ত্রীর এটাই তো স্বাভাবিক। কেন্দ্রের এই প্রকল্পে সিনিয়র সিটিজেনরা স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন। এই কার্ড দেশের সব হাসপাতালে চলে। সিনিয়র সিটিজেন হলেই এর সুবিধা পাওয়া যায়। একমাত্র দিল্লি ও পশ্চিমবঙ্গের সরকার তা চালু করেনি।বাংলা যে তথাকথিত স্বাস্থ্য সাথী কার্ড চালু আছে, তার সুবিধা বাংলাতে ভালো করে পাওয়া যায় না।ওটা একটা ভুয়া কার্ড। রাজ্যকে কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প চালু করার উদ্যোগ নিতে বলেন তিনি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )