
ইউনিটি অফ আসানসোল ক্লাবে সর্ব্বধর্মের মিলনমেলাতে মন্ত্রী
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- রবিবার আসানসোল ক্লাবে সর্ব ধর্মের জনগণকে সচেতন করতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোল ক্লাবে।রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ বিভিন্ন ধর্মের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক জানান আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক সমপ্তানন্দজী মহারাজ, মিশনারী চার্চের বিশপ, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, শিখ সম্প্রদায়ের প্রতিনিধি, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ বিশিষ্ট অতিথিরা। আমরা বিভিন্ন ধর্মের মানুষরা ভগবানকে প্রনাম জানাতে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি কিন্তু ক্লাবে সব ধর্মের মানুষরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি একে অপরের সুখদুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দেই তাই সব ধর্মের মানুষরা একত্রিত হয়ে কাজ করলে পরিবেশ সুন্দর হবে। অভিজিৎ ঘটক জানান আসানসোল শহরের উন্নয়নের জন্য সবার মতামত দরকার।