
শিল্পপতির নাতি অপহরণ মামলায় বিহারের ঔরঙ্গাবাদে পুলিশের জালে ২ অভিযুক্ত
কৌশিক মুখার্জী: আসানসোল:-
জানা গিয়েছে শিল্পপতির নাতিকে অপহরণ মামলায় পুলিশ উভয় অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে, আসানসোল আদালতে পেশ করে ৯ দিনের রিমান্ডে নেয়। পশ্চিমবঙ্গ আসানসোল, দুর্গাপুরের জামুদিয়া থানা এবং শ্রীপুর পুলিশ বিখ্যাত ব্যবসায়ী রাজকুমার সারদার নাতি রেয়াম সারদাকে অপহরণের চেষ্টার মামলায় বিহারের ঔরঙ্গাবাদের দাউদ নগর থানা এলাকা থেকে ২৪ ঘণ্টার মধ্যে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসা হয় যেখানে পুলিশ অভিযুক্ত অজয় মাহাতো এবং চন্দন সিং উভয়কেই আসানসোল আদালতে পেশ করে যেখানে মামলার শুনানি শেষে আসানসোল আদালত অভিযুক্ত দুজনকেই ৯ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়।
CATEGORIES আসানসোল