
হিন্দুস্তান কেবেলেস জুড়ে বসবাসকারীদের তথ্য সংগ্রহে পুলিশ
কৌশিক মুখার্জী: সালানপুর:-
প্রায় দেড় যুগ আগে বন্ধ হয়ে গেছে হিন্দুস্থান কেবেলেস কারখানা।আর এই কারখানার বিস্তীর্ণ জমি পড়ে রয়েছে।কারখানার বড় বড় জলাধার,পুরনো আবাসন। ইতিমধ্যেই এইসব আবাসন গুলিতেই অনেকেই শুরু করেছেন।দখল করে বসবাস করতে হিন্দুস্থান কেবলসের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাসকারী মানুষদের এবার তথ্য সংগ্রহ করতে শুরু করলো সালানপুর থানার পুলিশ।কেবেলসের আবাসন গুলিতে কারা রয়েছেন তারা এক সময় কার হিন্দুস্তান কেবলসের কর্মী কিনা তারা কোথাকার বাসিন্দা। পরিচয় পত্র সমস্ত কিছুই তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে পুলিশ।বেশ কিছু আবাসনে পুলিশ গিয়ে তাদের নিজেদের পরিচয় পত্র পুলিশের কাছে জমা করার নির্দেশ দিয়েছে। বন্ধ একটি কারখানার এলাকা জুড়ে বসবাসকারী মানুষদের তথ্য পুলিশ নিজেদের কাছে রাখতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।এদিন তথ্য সংগ্রহ করতে সরজমিনে যান সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ পুলিশের দলবল।