বাচ্চাদের আবদারে সার্কাস দেখাতে নিয়ে গেলেন নরেন জ্যেঠু

বাচ্চাদের আবদারে সার্কাস দেখাতে নিয়ে গেলেন নরেন জ্যেঠু

ফাইনাল এক্সপোজার: পাণ্ডবেশ্বর:- বাচ্চাদের আবদার নরেন জেঠু সার্কাস দেখাতে হবে।হ্যা ঠিক তাই -কথামতো স্কুলের সব বাচ্চাদের নিয়ে সদলবলে নরেন জ্যেঠু গেলেন বাচ্চাদের আবদার মেটাতে ” চলো যাই সার্কাসে”।পাণ্ডবেশ্বর বিধানসভার বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে আজ পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্বভাবতই খুশি ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষক-শিক্ষিকেরা। বাচ্চারা আবদার করে বললেন, আজ আমরা খুব খুশি আমাদের নরেন জ্যেঠু সার্কাস নিয়ে এসেছেন। এক বাচ্চার ঠাকুমা তো বলেই ফেললেন, সেই ১০ বছর বয়সে সার্কাস দেখেছি আজ আবার ৬০ বছর বয়সে দেখছি। সার্কাস বিগত দিনে বহুল প্রচলিত ছিল, আজ তার রুগ্নপ্রায় শিল্পে পরিণত হয়েছে। কিন্তু আগেকার দিনে বিনোদনের সেরা ঠিকানা ছিল এই সার্কাস। ছোটবেলার মা বাবা, ঠাকুরদার হাত ধরে সার্কাস দেখতে যাওয়ার মজাই ছিল আলাদা। আজ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কিছুটা নস্টালজিয়ায় ফিরে গেলেন বাচ্চাদের সাথে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )