
ডায়মন্ড হারবার বাদ্রোনে বাজি বিস্ফোরণে নিহত ১, আহত ২
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– বাজি বিস্ফোরণের জেরে নিহত ১, আহত ২ নিহতের নাম রিজু পাইক। আহত সৌমিত্র হালদার, সৌমেন পুরকাইত। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার থানার বাদ্রোণ এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বাদ্রোণ এর লস্কর পারা এলাকায় হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে, এলাকার মানুষ পরে জানতে পারে স্বপন হালদারের বাড়িতে বিস্ফোরণ ঘটে। দৌড়ে এলাকার মানুষ বিস্ফোরণ ঘটনা স্থলে নিহত রিজু পাইক, আহত সৌমিত্র হালদার ও সৌমেন পুরকাইতকে উদ্ধার করে নিয়ে যায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। নিহত রিজু পাইকের দেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দা মহাদেব হালদার জানান, পূজো বা কোন অনুষ্ঠান হলে অর্ডার মতো এখানে বাজি তৈরী করে। এখানে বারুদ থাকে তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে জানা যায়নি। কী কারণে বিস্ফোরণ হলো ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন। এখনো এলাকায় মানুষ আতঙ্কের মধ্যে আছে।