যীশুর মা চাই

সঙ্গীতা কর (কলকাতা)

চারিদিকে অন্যায়,অবিচারে নিমগ্ন ধরিত্রী
ঈশ্বর ভাবেন প্রিয় পুত্রকে পাঠানোর সময় হয়েছে
ত্রিনেত্র-র জ্যোতি ছড়িয়ে দেন পবিত্র পথের সন্ধানে
একজন দুজন করে পরিপূর্ণ নারী পৃথিবীতে
সবাই নীরব দণ্ডায়মান,
দেবদূত বিধান দেন অন্তত একজন এগিয়ে আসুন
দেবপুত্র গর্ভে ধারণ করে রত্নগর্ভা হবেন
একদিন সারা বিশ্বব্রহ্মাণ্ড জানবে আপনার নাম
আপনার অস্তিত্ব দেব লোকে উজ্জ্বলতা পাবে!
বিনিময়ে শুধু চাই ত্যাগ, সাহসিকতা, সহনশীলতা
সন্তানকে গৃহে আবদ্ধ করে রাখা নয় অর্পণ করতে হবে পৃথিবীর জন্য
অন্ধকারময় পৃথিবীতে জ্ঞানের আলো ফোটাতে তাঁর পাশে থাকতে হবে অতন্দ্র প্রহরীর মতো
প্রতিকূলতাকে কাটাতে দিতে হবে কঠিন শিক্ষা
জগতের মঙ্গলার্থে ক্ষুদ্র সংসার থেকে মুক্তি দিতে হবে তাঁকে,
অবশেষে সত্য প্রতিষ্ঠার জন্য ক্রুশকাঠে বিদ্ধ হতে হবে তাঁকে
এসব জেনেই আসুন,
নিরুত্তর নারীগণ মাথা নিচু করেন
এতোকিছু, এতো কিছু যে অসম্ভব
সন্তান আসবে পৃথিবীতে কর্মের আলোতে উজ্জ্বল হবে মুখ
কিন্তু এত যন্ত্রণা?
না না
মা হয়ে সন্তানকে ক্রুশবিদ্ধ হতে দেখতে পারে কেবল দেবী, মহৎ প্রাণ,
নারীরা অস্ফুটে চিৎকার করে হারাতে পারবো না হারাতে পারবো না আমরা ব্যক্তিগত কিছু
স্বামী সংসারের পরিধিতে বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন প্রভু, নিশ্চিন্তে বাঁচতে চাই
ঈশ্বর আবার ধ্যান মগ্ন হন
যীশুও তাই আসেন না আর।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )