বারাবনি ব্লকে ১৭৫৮জন ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল

বারাবনি ব্লকে ১৭৫৮জন ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল

কৌশিক মুখার্জী: বারাবনি:-

বারাবনি বিধানসভার বারাবনি ব্লকে মোট ১৭৫৮জন ছাত্রছাত্রী দের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হবে।বুধবার দিন বারাবনি বিডিও অফিস কার্যালয়ে দোমহানি বয়েজ এন্ড গার্লস হাই স্কুলের ৪৫০জন ছাত্রছত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়।এদিন বিডিও শিলাদিত্য ভট্টাচার্য জানান ব্লকে মোট ১৭৫৮জন ছাত্রছত্রীদের সাইকেল দেওয়া হবে।তাছাড়া এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানান ২০১১সালের পর থেকেই ছাত্রছাত্রীদের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল দিয়ে চলেছেন।তাই এই বছরও ১৭৫৮জনকে সাইকেল দেওয়া হচ্ছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )