গুলিবিদ্ধ যুবকের তদন্তে এবার হোটেলে চার জনের ফরেনসিকের দল

গুলিবিদ্ধ যুবকের তদন্তে এবার হোটেলে চার জনের ফরেনসিকের দল

কৌশিক মুখার্জী: আসানসোল:-

মঙ্গলবার দিনদুপুরে কুমারপুর সংলগ্ন একটি বেসরকারি হোটেলে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।আর গুলিবিদ্ধ যুবকের তদন্তে এবার ওই হোটেলে চার জনের ফরেনসিকের দল এসে  পৌঁছায়।জানা যায় বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করে নিয়ে যায়।

প্রসঙ্গত,আসানসোল কমিশনার অফিসের ঢিল ছোড়া দূরত্বে জিটি রোডের পার্শ্ববর্তী একটি বেসরকারি হোটেলে ৩০৬ নম্বর রুমে কুলটির নিয়ামতপুরের ২১ বছরের রোহন প্রসাদ রাম নামে এক যুবকের গুলিবিদ্ধ হয়।তাকে জেলা হাসপাতাল নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে।এরপর দক্ষিণ থানার পুলিশ হোটেলের ওই রুমটিকে সিল করে দেয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )