সাইবার প্রতারণা, জামুড়িয়া থানার সৌজন্যে ফিরে পেলো ৭লক্ষ ১৮হাজার ৯৪৪টাকা

সাইবার প্রতারণা, জামুড়িয়া থানার সৌজন্যে ফিরে পেলো ৭লক্ষ ১৮হাজার ৯৪৪টাকা

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- আবারো আসানসোলের জামুড়িয়া থানার সাইবার সেলের বড় সড় সাফল্য।গত বছরের ৫ই অক্টবর নন্ডি এলাকার বাসিন্দা মৃন্ময় ঘোষ নামের এক যুবকের কাছে এক অজানা ফোন আসে যে সাইবার ক্রাইম থেকে বলছি বলে বলেন আপনার আধার কার্ড থেকে সিম নিয়ে অবৈধ লেনদেন করা হয়েছে।এবং বলেন আপনাদের যা টাকা পয়সা আছে এই একাউন্টে পাঠিয়ে দেন বলে আমরা খতিয়ে দেখে আবার আপনার একাউন্টে পাঠিয়ে দেবো।তারা ভয় পেয়ে ৯লক্ষ ৫৮হাজার ৯৮৫টাকা পাঠিয়ে দেন।এরপর সেই অজানা ফোন নম্বরে ফোন করে ফোন বন্ধ এরপর বুঝতে পারে যে প্রতারণার শিকার হয়েছে।এর পরে জামুড়িয়া থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চলতি মাসের ১৬ তারিখ ৭লক্ষ ১৮হাজার ৯৪৪টাকা ফিরে পায়।যদিও টাকা ফেরত পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ও সাইবার সেলকে ধন্যবাদ জানায় তারা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )