নবনিযুক্ত ইন-চার্জকে শ্রমিকদের স্বার্থে কাজ করার জন্য আবেদন

নবনিযুক্ত ইন-চার্জকে শ্রমিকদের স্বার্থে কাজ করার জন্য আবেদন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, বার্ণপুর, পশ্চিম বর্ধমান -: সম্প্রতি আইএসপি এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পরিচালক ইন-চার্জ হিসাবে নিযুক্ত হয়েছেন সুরজিৎ মিশ্র। তার অফিসে গিয়ে তার হাতে একটি শাল ও ফুলের তোড়া তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান বিজেপির রাজ্য নেতা পবন কুমার সিং। একইসঙ্গে তিনি নবনিযুক্ত ইন-চার্জকে শ্রমিক ও আইএসপির উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি আইএসপির আধুনিকীকরণ প্রকল্প সম্পর্কে ভারপ্রাপ্ত ইন-চার্জের সঙ্গে বিস্তারিত সুরজিৎ মিশ্রের সাথে আলোচনা করেন এবং বার্ণপুর টাউনশিপের উন্নয়ন ও সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্যও আবেদন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহেন্দ্র যাদব, মহেশ সাউ, অমিত কুমার যাদব প্রমুখ। পরে পবন কুমার সিং বলেন, এর আগে সুরজিৎ মিশ্র আইএসপিতেই ইডি (প্রকল্প) পদে ছিলেন। ফলে এখানকার অবস্থা সম্পর্কে তার সম্যক ধারণা আছে। আশা করা যায় ইন-চার্জ হিসেবে তার হাত ধরে সংস্থার আধুনিকীকরণ প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সংস্থার কর্মীরা এর সুফল পাবেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )