
৭২ ঘন্টা অবস্থান বিক্ষোভের পর পানীয় জল সরবরাহে রাজি ইস্কো
কৌশিক মুখার্জী: কুলটি:- ৭২ ঘন্টা অবস্থান বিক্ষোভের পর পানীয় জল সরবরাহ দিতে রাজি হলো কুলটির সেল গ্রোথ ওয়ার্কস(ইস্কো) কারখানার কর্তৃপক্ষ।পানীয় জলের দাবিতে কুলটির সেল গ্রোথ ওয়ার্কস(ইস্কো) কারখানার গেটের সামনে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস।প্রায় ৭২ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস ইস্কো কর্তৃপক্ষ উজ্জ্বল চ্যাটার্জি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করেন বলে জানা যায় তারপরেই অবস্থান-বিক্ষোভ তুলে নেওয়া হয়। জানা যায় একদিন পরপর পানীয় জলের সরবরাহ করা হবে।
CATEGORIES আসানসোল