‘দুয়ারে সরকার’ শিবির পরিদর্শন করলেন জেলাশাসক

‘দুয়ারে সরকার’ শিবির পরিদর্শন করলেন জেলাশাসক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

 রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর মস্তিষ্ক প্রসূত ‘দুয়ারে সরকার’ শিবির। এটি হলো নবম শিবির। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ২৪ শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই শিবির ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের শিবির থেকে উপভোক্তারা রাজ্যসরকারের ৩৭ টি বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

সরকারের নির্দেশ মেনে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তপসি কমিউনিটি হলে আয়োজিত হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির। এবার সেই শিবির  পরিদর্শন করতে গেলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাম্বালাম এস। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)  সঞ্জয় পাল, আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন শাসক দলের স্থানীয় সভাপতি, সহ সভাপতি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )