মনের আয়না
মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

মুখ হলো মনের আয়না,
যতই লুকাও মনের কথা
সত্য কিম্বা কৃত্রিমতা
লুকানো তবুও যায়না।
মনের ব্যথা চোখের জল,
অশ্রুধারার প্রতি কণায়
উছলে ওঠে ফেনায় ফেনায়
মুখোচ্ছবির প্রতিফল।
মন-সাগরে খুশির জোয়ার,
উচ্ছ্বাস মন ছন্দে মাতে
দোদুল দোলে সাথে সাথে
ফেনিল ঢেউয়ের ছন্দ পয়ার।
বিষন্নতায় ভরা এ মন,
দৃষ্টি সুদূর ক্লান্ত আঁখি
দগ্ধ ডানার আহত পাখি
মুখ আয়নায় ফুটবে প্রতিক্ষণ।
হিংসা লোলুপ বিষে ভরা,
মুখে মিষ্টি,মনে কাদা
মেকি অভিনয় গাদা গাদা
মুখ আরশিতে পড়বে ধরা।
সৎ বিবেকের স্বচ্ছ স্তম্ভ,
পরের ভালোয় হৃদয় খুশি
দুঃখ নিয়ে ফেরায় হাসি
মুখাবয়বে ফুটবে উঠে তারই প্রতিবিম্ব ।