নিয়ামতপুরে এক জুতো দোকানের গোদামে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ

নিয়ামতপুরে এক জুতো দোকানের গোদামে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর বাজারে নিয়ামতপুর,শু প্লাজা দোকানে আজ সন্ধ্যায় ৭টায় দোকানের ভিতরে গোদামে  হটাৎ আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দোকানের মালিক গুরবিন্দর সিং এবং স্থানীয় দোকানদাররা ও স্থানীয় লোকের মাদোতে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ পৌঁছে আসানসোল দমকল কে খবর দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এবং নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )