চাওয়া পাওয়া

শিউলি নন্দন (হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান)

জীবনের সব চাওয়া জানি পূর্ণ হয় না,
তবু ঝুলি ভরে সঙ্গে নেবো খুশির পাওনা।
প্রাপ্তির আশায় থাকে তো মন পথ চেয়ে,
প্রার্থনা এটুকুই যদি খুশির চাহিদায় যাই কিছু পেয়ে।
সব চাওয়া পাওয়ার হিসেব যদিও মেটে না এ জীবনে,
খোলা খাতা বন্ধ হবে সবার অলক্ষ্যে অতি নির্জনে।
সাজিয়ে রাখা বাকি স্বপ্নগুলো সঙ্গী হবে না আর,
ধৈর্য্যহারা স্বপ্নগুলোরও ইচ্ছে নেই লম্বা প্রতীক্ষার।
প্রিয় জায়গাটা যখন নিঃশব্দে ছেড়ে যেতে হয় ,
দখল নেয় হয়তো কেউ আবার সে আঙ্গিনায়।
অনুভবে যতটা দেখেছো তাতেই সমাপ্তি ,
মিশে গেছে কোন অতলে সব দিন রাত্রি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )