শরীর বেচা
কৃষ্ণকলি কৃষ্ণা (সোদপুর, উত্তর চব্বিশ পরগণা)

গতর বেচা হরি দাসী পাঁচ বাড়ী কাজ করে
কাদম্বরীর যশের জীবন সবই মেধার বরে
মেছুনীর দারুণ ব্যবসা মাছের শরীর বেচে
নর্তকীর জীবন ধারণ শরীর দোলায় নেচে
ফুকুর মিঞা বাজারে বসে ছাগল গরু কাটে
সকাল থেকে নানা প্রানীর মরা শরীর বাটে
হাঁস মুরগী কোয়েল পাখীর শরীর বেচা নারু
টাকা ছাড়া কিচ্ছুটি নেই ও নাকি হাঁসজারু
কথক ঠাকুর প্রচুর খ্যাতি কথাই কেবল বেচে
লেখক কবি মেধার ভরে নানা কাব্য গ্রন্থ রচে
সবজীওলা জানেন নাকি বেচে গাছের ছেলে?
লাউ কুমোড় বেগুন পটল গাছই ফলায় ঢেলে।
গাছের শরীর বেচে তৈরী আসবাব পত্র
জ্যান্ত বট বাদলা দিনে পথিক মাথার ছত্র
গাধা ঘোড়া শরীর খাটায় মনিব কামায় টাকা
পরিবর্তে পায় আহার পা তাদের চাকা।
কুমীর ছালে ব্যাগের বাহার ক্রেতা ধনীর বউ
উটের দুধে দামী পনির তাও কেনে কেউ
গরুর শরীর নিংড়ে বেরোয় দুধের নানা খাদ্য
বাছুরখানা কেঁদে ফেরে এ নয়কো প্রতিপাদ্য
চোখের জল বিক্রি হয় বড্ড বেশী দাম
উটের নাকি চোখের জলে দামী উপাদান
তাইতো বলি বেচা কেনাই এই পথিবীর মান
শরীর বলো, মেধাই বলো কেউ কী করে দান?