সুখী গৃহকোণ
শোভনা মিশ্র (পুণে, মহারাষ্ট্র)

ভোরের সূর্যকে স্পর্শ করে তার দিন শুরু হয়
সময় কাটে প্রকৃতির কোলে মাঠে, প্রান্তরে।
তপ্ত দুপুরে কর্ম ক্লান্ত দেহ এলিয়ে দেয়
দুদণ্ড বিশ্রাম নিতে বটের ছায়ায়।
সে চায় না কোন সুবিশাল অট্টালিকা
শুধু চেয়েছে ছোট্ট এক শান্তির গৃহকোণ।
দিন রাত্রির পরিশ্রম শেষে শান্ত আলয়ে
খুঁজে নিজস্ব একটুকু সুখের ছোঁয়া।
চায় না কোন বিলাসবহুল প্রাঙ্গণ,
প্রান্তিক দেশে অবারিত সবুজ মাঠ।
অনাবৃত নীল আকাশে স্বাধীনতার স্বপ্ন দেখে,
রঙ-বেরঙের পাখির সাথে উড়ে তার মন।
নদীর তীরে কাশবনে ফিরে পায় হারানো শৈশব।
সন্ধ্যায় প্রদীপ শিখায় উজ্জ্বল হয়ে উঠে কুঁড়েঘর
যেন আঁধার চিরে চাঁদ উঠে আকাশের বুকে।
জোছনা প্রসারিত হয় নিভৃত প্রকোষ্ঠে
আলোর ছটায় ভরে উঠে প্রতিটি কোণা
হৃদয়ে জাগে অনাবিল সুখানুভূতি।
পূর্ণিমার চাঁদ যেন তার অন্তরে খেলে
দুমুঠো ভিজা ভাতে খুঁজে সুখের ভুবন।
CATEGORIES কবিতা

