ক্ষুদ্র ব্যবসায় সমিতির পদযাত্রা ও স্মারকলিপি প্রদান রেল আধিকারিকে

ক্ষুদ্র ব্যবসায় সমিতির পদযাত্রা ও স্মারকলিপি প্রদান রেল আধিকারিকে

সংবাদদাতা অন্ডাল : – অন্ডালের রেল চত্বরে রয়েছে বহু ব্যবসাদার যারা রেলের জায়গায় দোকান করে জীবিকা নির্বাহ করে কিন্তু রেল প্রশাসন এদের বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও এই ব্যবসায়ীরা রেলের জায়গা থেকে দোকান উঠতে নারাজ। ওনাদের মূলত একটাই দাবি পুনর্বাসন দেওয়া হবে তবে আমরা জায়গা ছাড়বো। এরই পরিপেক্ষিতে আজ বৃহস্পতিবার আদিত্য রায় এর নেতৃত্বে অন্ডাল রেল স্টেশন চত্বর থেকে অন্ডাল পোস্ট অফিস পর্যন্ত এক পদযাত্রা করে এই পদযাত্রায় রাজনৈতিক ব্যক্তিত্বরাও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাথে পায়ে পা মেলালো, রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিল রুপেশ যাদব রবিন মিশ্র, দয়াময় মন্ডল সহ অন্যান্যরা ।ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা, বৃহস্পতিবার অন্ডালের সমস্ত রেল কলোনিতে থাকা দোকান বন্ধ রেখে তাদের রুজি-রুটি বন্ধ রেখে এই পদযাত্রায় শামিল হয় তাদের একটা দাবি যতক্ষণ না পুনর্বাসন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রেলের জমিতে থাকা দোকান ছাড়বো না। এদের মধ্যে এক ব্যবসায়ী জবা সরকার জানান যে এই রেল প্রশাসন আমাদের রীতিমতন বারংবার হ্যারাসমেন্ট করে যাচ্ছে। আমরা জায়গা ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমাদের একটাই দাবি আমাদের যেখানে খুশি রেল জায়গা চিহ্নিত করে দেবে সেখানে গিয়েই আমরা ব্যবসা করব যাতে আমাদের সংসারটা চলে আমরা উন্নয়নের পক্ষে উন্নয়ন হোক সেটাও আমরা চাই। কিন্তু তার সাথে সাথে আমাদের রুজিরুটিটা দেখা রেল প্রশাসনের কর্তব্য। তাই আজ আমরা এখানে রেল আধিকারিক এর কাছে এসেছিলাম।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )