
সীমানার গেটে তালা দেওয়ায় জল এবং পূজো থেকে বঞ্চিত, ক্ষুব্ধ স্থানীয়রা
সংবাদদাতা: অন্ডাল : – অন্ডাল ব্লকের থানা রোডে অবস্থিত এক প্রাইমারি স্কুল প্রাঙ্গণে কালী মন্দির অবস্থিত। গত কয়েকদিন আগে স্কুল কর্তৃপক্ষ মন্দিরের সীমানার গেটে তালাবদ্ধ করে দেয় । এই পরিস্থিতিতে স্থানীয় মানুষ পূজার জন্য মন্দিরে যেতে পারছে না। শুধু তাই নয়, জল সমস্যার জন্য স্থানীয় মানুষ স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছে।এই বিষয়ে সাগর বড়ুয়া জানান যে আমরা বরাবরই জানি যে এটা শিশু উদ্যান এই শিশু উদ্যানে আমাদের গ্রামের ছেলেরা খেলাধুলা করে। এখানে জলের ব্যবস্থাও সরকার থেকে করে দিয়েছে সকলেই জানে আমাদের থানা রোডে বরাবরই জল কষ্টে আছে তাই এইখান থেকে প্রায় ১০০ থেকে ২০০ লোকজন প্রতিদিন জল নিয়ে যায়। কিন্তু আজ চার পাঁচ দিন হয়ে গেল কেউ এখান থেকে জল নিতে পারছে না। শুধু জলই নয়, আমাদের যে মন্দির আছে সেই মন্দিরের দেবতার পুজো করতে পারছিনা। গেটে তালা বন্ধ থাকার কারণে।এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকাকে বলন যে সীমানা গেট খোলা থাকার কারণে বড় বড় যানবাহন সীমানায় প্রবেশ করে এবং এমন পরিস্থিতিতে স্কুলের শিশুরা সমস্যার সম্মুখীন হচ্ছে, তাই আমরা গেটটি তালাবন্ধ করে রেখেছি।অন্যদিকে, বিজেপির রাখাল চন্দ্র দাস জানান যে আমি এই খবর পেয়ে স্কুলের শিক্ষিকার সাথে কথা বলি এবং উনাকে বলা হয় যে আপনি স্কুলের যা সমস্যা আছে সেটা আপনি সরকারিভাবে মিটিয়ে নিন কিন্তু মন্দির বা মন্দিরের সংলগ্ন যে গেট আছে সেই গেট আপনি তালা মারতে পারেন না সেটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া উচিত যাতে সেখানে গ্রামের মানুষরা পূজা পাঠ করতে পারে।