স্বপ্ন
সঞ্চিতা সিকদার (নদীয়া)

ব্যথাতুর হৃদয়ের স্বপ্নেরা সব,
জাগ্রত বুকে আছড়ে পড়ে৷
কোনোটা রঙিন, কোনোটা কালো,
একটু আঁধার, একটু আলো৷
কত স্বপ্ন পূরণের আগেই
ঝরে পড়ে যায় অকাল প্রাতে৷
তবুও স্বপ্নের বুড়ি,
স্বপ্ন দিয়ে যায় প্রতি রাতে৷
কিংবা আবার দেখি কখনো,
অনাহারে নেই কেউ এদেশে৷
ফুটপাতে শুধু মানুষ চলেছে,
রাত কাটছে না কারো এখানে৷
সবার গায়ে পোষাক আছে,
আদুল গায়ে নেই তো কেউ!
ভিক্ষা করে ফিরছে না কেউ,
পড়ছে না কেউ কারো পায়ে৷
স্বপ্ন যবে সত্যি হবে,
যান্ত্রিকতার হোক পরাজয়৷
কৃষক কিংবা শ্রমিক ভাই
সবার হোক নিজের আশ্রয়৷
মাথা তুলে বাঁচুক সবাই
আসুক একতা৷
নারী পাক মর্যাদা সমান,
ভ্রুণ হত্যা বন্ধ হোক৷
স্বপ্ন আমরা চোখ বুজে
দেখি না কেন,
বাস্তবেও তা সত্যি হোক৷
CATEGORIES কবিতা