
সালানপুরে চিকিৎসক দিবসে ডাক্তারদের প্রতি হৃদয়ের সম্মান
কৌশিক মুখার্জী: সালানপুর:-
১লা জুলাই,পশ্চিমবঙ্গের মহান চিকিৎসক ও রাজ্য গঠনের স্বপ্নদ্রষ্টা ডা.বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস।এই বিশেষ দিনে সালানপুর ব্লকে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এক হৃদয় ছোঁয়া অনুষ্ঠানের আয়োজন করে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এলাকার চিকিৎসকদের নিঃস্বার্থ সেবার কথা স্মরণ করে তাঁদের সম্মান জানানো হয়।ভোলা সিং, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি,অন্যান্য নেতাদের সঙ্গে মিলে চিকিৎসকদের ফুলের তোড়া ও মিষ্টি উপহার দিয়ে সংবর্ধনা দেন।রূপনারায়ণপুরের তৃণমূল কার্যালয়, চিকিৎসকদের চেম্বার এবং পিঠাকিয়ারী গ্রামীণ হাসপাতালে গিয়ে এই সম্মান প্রদান করা হয়। এই দিনে সম্মানিত হন বিশিষ্ট চিকিৎসক ডা.এস.বি. ব্যানার্জি,ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. বিনয় রায়,জনপ্রিয় ডা. অমরেশ মাজি,ডা.অলক দাস, ডা. জগন্নাথ মোদক, ডা. বিশ্বজিৎ রায়, ডা. দাস-সহ আরও অনেকে। এই আন্তরিক উদ্যোগে ভোলা সিং-এর সঙ্গে ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষা রানু রায়,সালানপুর সভাপতি কৈলাস পতি মন্ডল এবং সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র। এই অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসকদের অক্লান্ত সেবা ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ পায়, যা সবার মনে অনুপ্রেরণা ছড়ায়।
