
স্বর্গীয় সমাজসেবীর জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো কামারকিতায়
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, কামারকিতা, পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদীঘি থানার কামারকিতার প্রয়াত বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পপতি কৃষ্ণদাস পালের সমাজসেবামূলক কাজকে স্মরণ করে 'পূর্ণম ফাউন্ডেশন' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্হার উদ্যোগে ও 'উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন' এর সক্রিয় সহযোগিতায় কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাকেন্দ্র প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাডব্যাঙ্ক শাখার সহযোগিতায় শিবির থেকে মোট ৭৯ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে ৩১ জন ছিলেন মহিলা এবং ৮ জন এই প্রথমবার রক্তদান করলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষার জন্য রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও ৬২ জন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। তাদের মধ্যে ৩৫ জন সুগার পরীক্ষা ও ২৫ জন মতো ইসিজি করান। এই দুটি শিবিরকে কেন্দ্র করে গ্রামবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন সুব্রত পাল, আশ্রমের সহ সভাপতি বিবেকানন্দ মল্লিক, উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের সম্পাদক দিব্যেন্দু দাস, সমাপ্তি, রাজকুমার, অর্ধেন্দু, নবেন্দু, পলাশ সহ একাধিক সদস্য। প্রসঙ্গত, প্রয়াত কৃষ্ণদাস পাল এলাকায় শিল্পপতির পরিবর্তে সমাজসেবী হিসাবে বেশি পরিচিত ছিলেন। খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তাঘাট নির্মাণ সহ প্রতিটি ক্ষেত্রে তার অবদান আছে। দুস্থ ছাত্রছাত্রীদের জন্য তিনি স্কলারশিপ চালু করেন। এলাকার মানুষের সঙ্গে তার স্বাভাবিক মেলামেশা ছিল দেখার মত। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা আজও সেই সমস্ত সমাজসেবামূলক কর্মকাণ্ডগুলি চালিয়ে যাচ্ছেন । সমস্ত রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের সম্পাদক দিব্যেন্দু দাস বললেন, এই মহান মানুষটির জন্মদিনটি স্মরণীয় করে রাখার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। পরিবারের সদস্যদের সহযোগিতায় আগামী দিনে তাঁর দেখানো পথেই আমরা চলব।
সবার স্বার্থে দিব্যেন্দু বাবু পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের রক্তদানের জন্য আহ্বান জানান।