
এ আই ইউ টি ইউ সি র পক্ষে বিভিন্ন দাবি নিয়ে মহকুমা শাসককের ডেপুটেশন
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- এ আই ইউ টি ইউ সি র পক্ষ থেকে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কাছে বিভিন্ন দাবি দোবা নিয়ে গণডেপুটেশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সংগঠন সূত্রে জানা যায়,এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে স্কুল চত্বরে মিড ডে মিল কর্মীদের কুকুরদের খাওয়নো ও পরিচর্যার বিষয়ে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন যে নির্দেশিকা জারি করেছে তার প্রতিবাদে এবং ১২ মাসের বেতন,বাঁচার মতো ন্যূনতম ১৫০০০ টাকা মজুরি সরকারি কর্মীর স্বীকৃতি। অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা,পেনশন,পি এফ,২৫ জন ছাত্র পিছু একজন করে মিড ডে মিল কর্মী নিয়োগ, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন দাবি নিয়ে ডায়মণ্ড হারবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।পরবর্তীতে মহকুমা শাসকের ওখান থেকে ডায়মন্ড হারবার স্টেট বাস স্ট্যান্ড পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করা হয়।AIUTUC সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির আহবানে আগামী ৯ই জুলাই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটের সমর্থনেও একই দাবীর ভিত্তিতে প্রচার চলে।এদিন মিছিলে প্রায় ৩০০ জন মিড ডে মিল কর্মী অংশ নেয়। সামগ্রিক ভাবে এই মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কঙ্কাবতী হালদার ও কুলসুম বিবি। বিক্ষোভ মিছিলের উদ্যোক্তা ও এই সংগঠনের যুগ্ম সম্পাদিকা মনোরমা হালদার এদের এই দাবী না মানলে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ার দেন।শ্রমিক সংগঠন এআই ইউ টিইউসির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনিরুল ইসলাম উক্ত দাবিগুলোর ভিত্তিতে আগামী ৯ই জুলাই ধর্মঘটকে সফল করার আহ্বান জানান।